Terms and Conditions

বিএসএন একটি অভূতপূর্ব
সম্ভাবনাময় নক্ষত্রের নাম

সারাদেশব্যাপী বাংলাদেশ সমবায় নেটওয়ার্ক(বিএসএন) এর কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য “কোঅর্ডিনেটর” সদস্য মনোনয়ন দেয়া হচ্ছে। আপনি যদি কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম, বিকাশ/রকেট/নগদ এজেন্ট কিংবা অন্য যেকোন ব্যবসা কিংবা চাকুরীর সাথে জড়িত থাকেন এবং নিয়মিত ইন্টারনেট ব্যবহারের অভ্যাস থেকে থাকে তাহলে আপনি বিএসএন এর কোঅর্ডিনেটর সদস্য হতে পারবেন। আগ্রহীগণ দেরী না করে এখনই বিএসএন ভিজিট করে বিএসএন এর কার্যক্রম সম্পর্কে জেনে নিন এবং রেজিস্ট্রেশন করে কোঅর্ডিনেটর সদস্য হিসেবে সদস্য পদ আপগ্রেড করুন।

বিএসএন কোঅর্ডিনেটর সদস্য হওয়ার যোগ্যতা:

  • ২৫ বছর বা তার বেশী বয়সের যেকোন পেশার ব্যক্তিগণ বিএসএন এর কোঅর্ডিনেটর সদস্য হতে পারবেন।
  • পেশা ব্যবসা, চাকুরী যাইহোক না কেন, অবশ্যই ইন্টারনেট ব্যবহারের অভ্যাস থাকতে হবে।

কোঅর্ডিনেটর সদস্য এর দায়িত্ব:

  • বিএসএন এর সদস্য কিংবা সদস্য হতে আগ্রহীদেরকে পরামর্শ প্রদান করা।
  • বিএসএন এর পক্ষে ভার্চুয়াল এসিস্ট্যান্ট হিসেবে বিএসএন এর ত্রুটিগুলো খুঁজে বের করে সংশোধনের নিমিত্তে বিএসএন এডমিনকে অবহিত করা।

কোঅর্ডিনেটরদের বেনিফিট:

  • একজন কোঅর্ডিনেটর সদস্য সর্বোচ্চ ১০০ জন রেফারাল সদস্য বানানোর সুযোগ পাবেন।
  • নামমাত্র সার্ভিস চার্জ এর বিনিময়ে ১.০০(এক) লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন।।

ধন্যবাদান্তে
বিএসএন এডমিন।

Featured Ads

বাংলাদেশ সমবায় নেটওয়ার্ক

সঞ্চয় জমাদানের জন্য নিচের যেকোন একটি গেটওয়ে ব্যবহার করা যাবে।